০০১.

ক বি তা

মঈদ উদ্দীন তৌহিদ

কেউ একজন বলে উঠল, চু-প,
এ-কদ-ম চু-প
কেউ শোরগোল করো না,
দেখতে পাচ্ছো না?
হ্যাঁ আমি দেখতে পেলাম
নিজের প্রতিচ্ছবিগুলোকে বৃত্তাকার পথে
একটি উজ্জ্বল বস্তুকে ঘিরে ধরতে দেখলাম।
বস্তুটির উজ্জ্বল রেখা আকাশ অব্দি চলে গেছে
আর সেটি আমার সত্ত্বার বিচ্ছিন্ন অংশগুলিকে
আকর্ষণ করে টেনে নিয়ে
বিচরণ করা শুরু করল।

আমি দেখতে পাচ্ছি,
স-ব দেখতে পাচ্ছি,
পিপিলিকার মত মানুষ, প্রকৃতির রূপ,
অট্টালিকা... সভ্যতা।
আমি শিহরিত, আনন্দিত, উদ্বেলিত
মনে প্রশ্ন উঁকি দেয়, আমি কি সকল
অভিজ্ঞতা অর্জনের অভিমুখে?
-যা কিছু আনন্দের।

নিজেকে আবার আবিষ্কার করলাম
এবার আর প্রতিচ্ছবি নয়
নিরেট অন্ধকারে নিরেট আমি একাকী-
এ কী! এ কার মধ্যে এসে পড়লাম?
অন্ধকার, দুর্গন্ধ- আমাকে ঘিরে
কিলবিল করছে কি যেন।
পোকামাকড়! মাটি কই? পা কোথায়?
বাঁচাও! প্রভু, আমাকে বাঁচাও!

1 comment:

পাঠক সংখ্যা

free counters